সোহেল রানা স্টাফ রিপোর্টার
জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মরণে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে এক ব্যতিক্রমধর্মী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজনটি পরিণত হয় এক মহামিলন মেলায়।
সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয় এবং নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পুরো আয়োজনটি ছিল শহীদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার এক অনন্য প্রচেষ্টা।
ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। তিনি দৌড়ের উদ্বোধন করেন এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, “জুলাই মাসে যেসব শহীদ দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণে এই ম্যারাথনের মাধ্যমে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং একই সঙ্গে নতুন প্রজন্মকে তাদের আদর্শ অনুসরণের অনুপ্রেরণা দিচ্ছি।”
এই ম্যারাথনে অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর ছাত্র প্রতিনিধিগণ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আয়োজনটি ঘিরে নওগাঁ শহরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীদের মাঝে ছিল ভিন্নরকম উচ্ছ্বাস ও উদ্দীপনা। এই আয়োজনে নিরাপত্তা ও চিকিৎসা সহায়তায় ছিল পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্টের দল।
জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নওগাঁবাসী। তারা আশা করছেন, শহীদদের স্মরণে প্রতিবছর এমন জনসম্পৃক্ত আয়োজনে আরও বেশি মানুষের সম্পৃক্ততা ঘটবে এবং নতুন প্রজন্ম দেশপ্রেমে উজ্জীবিত হবে।