মোঃআশরাফুল ইসলাম রাজু
জেলা ব্যুরো প্রধান,নীলফামারীঃ
জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সৈয়দপুর রাজনৈতিক জেলার কিশোরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে মৌন মিছিল ও দোয়া মাহফিল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায়, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় থেকে মৌন মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নিরবতা পালন করেন।
পরে কিশোরগঞ্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের সফলতার জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ আজ আমাদের নতুন প্রেরণা।”
সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন, “আমরা বিশ্বাস করি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণ আমাদের পাশে রয়েছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নতুন বাংলাদেশ পথ চলবো ইনশাআল্লাহ”।
যুবদল সভাপতি মাহমুদুল হক টিপু বলেন, “এই মৌন মিছিল কেবল শহীদদের প্রতি শ্রদ্ধা নয়— এটি হচ্ছে আমাদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন,
যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান,
কৃষক দলের সভাপতি তৌহিদ, সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মোরশেদ,
জিয়া সাইবার ফোর্সের সভাপতি খোকনুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মধু মিয়া
এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা জানান, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। তারা আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে এবং দেশে একটি গণতান্ত্রিক, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনবে।