সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
ভোলার মনপুরায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতায় দোয়া ও মিলাদের অনুষ্ঠিত হয়।
বুধবার এশার নামাজের পর উপজেলা সদর হাজিরহাট বাজার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদের আয়োজন করে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত ছাত্রদলের একাংশ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজিরহাট মার্কাস জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ ইউসুফ।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মামুন মিয়া ও নাহিম হোসেন রাকিবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।