শারমিন আরা
ঝিনাইদহ প্রতিনিধি,
০১, মহসিন (৪৫), ০২, হাফিজুর, ০৩, সাইদ (২৩), ঘুনসি ও জামাল (৪৫) বনগ্রাম, মকসুদপুর থানা, গোপালগঞ্জ। এদের মধ্যে ১নং আসামির নামে বিভিন্ন অপরাধের ১৪টি মামলা আছে।
এরা সবাই নিজেদেরক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ভূয়া ইন্সপেক্টর, ভুয়া আইসি, ভুয়া টু-আইসি ও ভুয়া ডিআইজি পরিচয় দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
তারা শামীম হোসেন মোল্লােকে অপহরণ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। পুলিশ শামীম মোল্লাকে উদ্ধার করে ।
বাকি পলাতক ০৪ জনের বাড়ি গোপালগঞ্জ, বরগুনা, ফরিদপুর ও পটুয়াখালী জেলায়। তাদেরকেও গ্রেফতারে পুলিশী অভিযান চলছে বলে জানা গেছে।
অপহরণকারীরা শামীম হোসেন মোল্লােকে অপহরণ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। পুলিশ শামীম হোসেন মোল্লাকে উদ্ধার করে ।