#শোক_সংবাদ
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক এবং এখন টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু বুধবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে (১৭ জুলাই ২০২৫ ইং) রাজধানী ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
إنا لله وإنا إليه راجعون
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
সবাই দোয়া করবেন—মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
#আমিন 🤲
\#শোক #মরহুম\_মমিনুল\_ইসলাম\_মঞ্জু #দোয়ার\_অনুরোধ #বাংলাদেশ\_সেন্ট্রাল\_প্রেস\_ক্লাব #BCPC #Innalillahi #PressClub #সংবাদজগৎ #জান্নাতুল\_ফিরদৌস\_প্রাপ্তি\_হোক #মাগফিরাত\_কামনা