সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।
গাজীপুর টঙ্গীর দত্তপাড়ায় পরকীয়ার জেরে সংঘটিত যুবক কামরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদকে (৩২) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মেহেদী হাসান এর নেতৃত্বে পরিচালিত এক সফল অভিযানে বৃহস্পতিবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাব্বির টঙ্গীর দত্তপাড়া প্রাইমারি স্কুল রোড এলাকার মৃত আবু তাহেরের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালে টঙ্গীর দত্তপাড়া দিঘির পাড় এলাকায় নিহত কামরুলকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন সাব্বির। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় কামরুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার সাথে সরাসরি জড়িত নারী আসামি সুলতানাকে এর আগে গ্রেপ্তার করেছিল পুলিশ।
উপ-পরিদর্শক মেহেদী হাসান গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মূল আসামি সাব্বিরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
জানা গেছে, আসামি সুলতানার সঙ্গে পরকীয়া সম্পর্কের জের ধরেই কামরুলকে হত্যা করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামি সাব্বিরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।