রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহের নবীন শিল্পী শামীমকে নতুন মোবাইল উপহার দিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমান। নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল পালিত। গলাচিপায় দশম শ্রেণির ছাত্র আমরানের ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ (৩০ আগস্ট ২০২৫) এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের ব্রাহ্মণবাড়িয়া ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে  নবীনগরে নাটঘর ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত । জামালপুরে অস্ত্রসহ মেহেরাব নামে এক যুবক গ্রেফতার৷  দালালমুক্ত ডিবিএলএম হাসপাতাল বর্হিবিভাগ করার দাবীতে মানববন্ধন উল্লাপাড়ায় কষ্টি পাথরের মূর্তি সহ দুই পাচারকারী গ্রেফতার জলঢাকা নর সুন্দর যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ ইং “পিআর পদ্ধতি জনগণের কাছে অগ্রহণযোগ্য, নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত হবে”- আমিনুল হক

বরিশালে পথসভায় উপচে পড়া জনতা, এনসিপির বার্তায় উচ্ছ্বসিত জনপদ

মোঃ মাহমুদুল হাসান -স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা সর্বজনের অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যে বাংলাদেশ হবে শ্রমিকের, কৃষকের, মধ্যবিত্তের ও আমজনতার বাংলাদেশ।”

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৫তম দিনে বরিশাল নগর ভবনের সামনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “মুক্তিযোদ্ধা বনাম রাজাকার — এই বিভাজনের রাজনীতি শেখ হাসিনা বহাল রেখেছিলেন। মুজিববাদী আদর্শ ৫০ বছর ধরে জাতিকে বিভক্ত রেখেছিল। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই বিভাজনের তোয়াক্কা না করে একটি ঐক্যবদ্ধ জনতার শক্তিকে প্রকাশ করেছে। সাধারণ মানুষের গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হন।”

এর আগে বরিশাল জেল খানার মোড়  থেকে পদযাত্রা শুরু হয়ে সদর রোড, কাকুলির মোড় হয়ে জজ কোর্ট , জেলা পরিষদ অফিসের সামনে হয়ে নগর ভবন পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পথসভা শুরুর সময় ধর্ষক ও চাঁদাবাজদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বক্তব্য শুরু করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় সদস্য হাসিব আর রহমান,এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল ) হসানাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তাসনিম জারা প্রমুখ।

পথসভায় বরিশালের চিকিৎসা, শিক্ষা অবকাঠামোর অভাব ও জ্বালানী সংকটসহ নানা সমস্যার কথা তুলে ধরে ডা. মিতু বলেন, “বরিশালকে আমরা চাঁদাবাজদের আস্তানা হতে দেব না। এই বরিশালকে আমরা ধর্ষকদের ঘাঁটি হতে দেব না।”

তিনি আরও বলেন, “অন্তবর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যেসব কাজ করা দরকার ছিল, তা সঠিকভাবে করছে না। বরিশালে ৫৭ জন শহীদ পরিবারের দেখভালের দায়িত্ব ছিল জুলাই ফাউন্ডেশনের, কিন্তু তারা যথাযথভাবে কাজ করছে না।”

এ সময় জনগণের সরকার গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় কেন্দ্রীয় নেতা হাসানাত আব্দুল্লাহ বলেন,

“গণঅভ্যুত্থান ছিল একদিনের ঘটনা নয়, এটি ছিল যুগান্তকারী এক শুরুর নাম। আমরা এমন এক রাষ্ট্র চাই, যেখানে সাধারণ মানুষের কণ্ঠস্বর সরকার নির্ধারণ করবে। যেখানে শাসকের নয়, নাগরিকের ইচ্ছাই হবে চূড়ান্ত।”

তিনি বলেন,

“বরিশাল হচ্ছে জনতার শক্তির একটি কেন্দ্র। এখানকার মানুষ একের পর এক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজও বরিশালের মানুষ বঞ্চিত—চিকিৎসা নেই, শিক্ষা নেই, গ্যাস নেই। অথচ গ্যাস মজুত রেখে এখানকার মানুষকে কাঠ পুড়িয়ে রান্না করতে হয়।”

হাসানাত আব্দুল্লাহ আরও বলেন,

“চাঁদাবাজ, ধর্ষক, দুর্নীতিবাজ—সবাই রাজনৈতিক ছত্রছায়ায় রক্ষা পায়। এনসিপি সেই রক্ষাকবচ ভেঙে দেবে। বরিশাল থেকে একটি নতুন বাংলাদেশ গড়ার ডাক আমরা দিচ্ছি। যারা জনগণের শত্রু, তাদের প্রতিরোধ করতে হবে ঘরে ঘরে।”

গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৫তম দিনে বরিশালে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে মোট ৩১টি জেলায় এই কর্মসূচি সম্পন্ন হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা