মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল আজ দুপুরে মাধবপুর উপজেলার নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত রফিক মিয়া (২৪) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মির্জাপুর (বৌলাছড়া) গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান অব্যাহত থাকবে।