সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
ঢাকার মিটফোর্ডে এক ব্যবসায়ী হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিরুদ্ধে অবস্থান ও মিছিল করেছে কয়েকটি রাজনৈতিক দল। এরই প্রতিবাদে ভোলার মনপুরা উপজেলা বিএনপির উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার হাজীর হাট বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে দুটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলগুলো উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নের সমর্থকরা পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন।
সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা বলেন, “দেশের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে কিছু কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে যখন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, ঠিক তখনই জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলনের মতো কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হচ্ছে। বিএনপির বিপুল গণজোয়ারে তারা ঈর্ষান্বিত হয়ে নির্বাচন বানচালের জন্য একের পর এক চক্রান্ত করছে। আমরা এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব অপকৌশল জনগণ কোনো দিন ভালোভাবে নেবে না। জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় বিএনপিকেই সরকারে প্রতিষ্ঠিত করবে।”
আলম সমর্থিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, হাজীর হাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন আলম ভূঁইয়া, জিয়া মঞ্চের আহ্বায়ক মোঃ নুরউদ্দিন টিপু, মোটর চালক দলের সভাপতি মোসলেহ উদ্দিন খোকন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন সভাপতি মাস্টার জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মান্নান হাওলাদার, উত্তর সাকুচিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মোতালেব মেম্বার, শ্রমিকদল সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম ব্যাপারী, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ওলামা দলের সম্পাদক হাফেজ আব্দুল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অন্যদিকে নয়ন সমর্থিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম সম্পাদক আবদুর রহিম মেম্বার, যুবদলের আহ্বায়ক সামসুদ্দিন মোল্লা ও সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, ছাত্রদলের আহ্বায়ক একরাম কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে পৃথক মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।