২ জনের ৬ মাসের কারাদন্ড মো মঈন উদ্দিন উজ্জ্বল মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ২ জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নোয়াপাড়া ইউপির সাহেববাড়ি গেট এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম । এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাও গ্রামের আবু সিদ্দিক এর ছেলে রাকিবুল ইসলাম ও জনপট্রি গ্রামের মাহির উদ্দিন এর ছেলে পলাশ মিয়াকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অভিযানকালে মাধবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।