মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর মডেল প্রেসক্লাব থেকে একযোগে ১৬ জন গণমাধ্যমকর্মী পদত্যাগপত্র জমা দিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পদত্যাগকারী সাংবাদিকদের অভিযোগ, ক্লাবের সভাপতি আজিজুর রহমান জয় রাজনৈতিক সংশ্লিষ্টতায় জড়িত থাকায় ক্লাবের নিরপেক্ষতা ও পেশাগত আদর্শ প্রশ্নের মুখে পড়েছে। এ কারণে তারা প্রেসক্লাবের সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে জানান ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন। তিনি আরও বলেন, “আমরা নতুন করে একটি পেশাদার ও নিরপেক্ষ সাংবাদিক কমিটি গঠনের পরিকল্পনায় আছি।”
এদিকে ক্লাবের সভাপতি আজিজুর রহমান জয় বলেন, “প্রত্যেকেরই নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমার বিরুদ্ধে কারো যদি কোনো অভিযোগ থাকে, তা সরাসরি আমার সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। আমি মূলধারার সাংবাদিকদের নিয়ে ক্লাবটিকে এগিয়ে নিয়ে যাব।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক কায়েস আহমদ সালমান বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় পেশাদারিত্ব এবং ঐক্যবদ্ধতার প্রয়োজন। পদত্যাগ প্রক্রিয়া অবশ্যই গণতান্ত্রিক অধিকার, তবে এর কারণ ও পটভূমি গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার।”
পদত্যাগকারী সদস্যদের তালিকা:
১। ফরাসউদ্দিন – প্রচার সম্পাদক
২। সোহাগ মিয়া – সমাজকল্যাণ সম্পাদক
৩। রাকিব উদ্দিন লস্কর – সহ-সভাপতি
৪। সেঃ মাথু – অর্থ সম্পাদক
৫। চাঁদ সুলতানা চৌধুরী (শাবানা) – যুগ্ম সম্পাদক
৬। আল-আমিন – সাধারণ সম্পাদক
৭। রুহুল আমীন খান – ধর্ম বিষয়ক সম্পাদক
৮। মোঃ রুবেল মিয়া – সদস্য
৯। আবেদ আলী – সদস্য
১০। আমিনুল ইসলাম পাঠান – সদস্য
১১। জাহাঙ্গীর আলম অনিক – সদস্য
১২। ইমদাদুল ইসলাম – সদস্য
১৩। এখলাছ সিরাজী – সদস্য
১৪। মনিরুল ইসলাম বাঁকাউল – সদস্য
১৫। বোরহান উদ্দিন খান – দপ্তর সম্পাদক
১৬। জারমান ফয়েজ – সদস্য
এই ঘটনা মাধবপুরের সাংবাদিক মহলে নতুন মেরুকরণ ও আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়—আগামীতে মাধবপুরের সাংবাদিকতায় এ ঘটনার কী প্রভাব পড়ে।