মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন লস্কার টাওয়ারের “ফাতেমা টেলিকম এন্ড আমাদের সিটি” মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভোরে চোরেরা মার্কেটের গেট ও দোকানের শাটার কেটে ভেতরে ঢুকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। রবিবার সকাল ৫ টা ৪৬ মিনিটে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রায় ১৫০টি স্মার্টফোন, নগদ ২ লাখ ২৩ হাজার ৭০৫ টাকা এবং নগদ, বিকাশ ও রকেটে টাকা থাকা মোবাইল ফোন নিয়ে গেছে। মার্কেটের নৈশপ্রহরী থাকা সত্ত্বেও দিনে চুরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে রহস্য ও নিরাপত্তা-উদ্বেগ তৈরি হয়েছে। পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগেও একইভাবে সকালে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। থানার ওসি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।