মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা। বেপরোয়া গতির ছোবলে ঝরলো কিশোর প্রাণ — শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোহানের মর্মান্তিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুরে শিক্ষক কো-অপারেটিভ ‘কালব’ অফিসের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ চুয়াডাঙ্গায় ডিএনসির অভিযানে দেড়শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক মনপুরায় অবৈধ স-মিলের দৌরাত্ম্য বেড়েই চলেছে, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের নবীনগরে মাদকের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নিহত -১ গুলিবিদ্ধ – নীলফামারীতে পলিথিন বিরোধী অভিযান। ঝিনাইদহে সাইবার পুলিশের সাফল্য, শতাধিক মোবাইল ও প্রায় লাখ টাকা উদ্ধার বিশিষ্ট সমাজসেবক ও এসআইবিএল পরিচালক নার্গিস মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

ঝিনাইদহ জেলা জাসাসের মানবন্ধন ও প্রতিবাদ সভা

শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে ঝিনাইদহ জেলা জাসাস। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টায় ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে এই মানবন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। জাসাস ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক এম এ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু,ঝিনাইদহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. শামসুজ্জামান লাকী,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর,ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা জিয়া পরিষদের সভাপতি কামাল উদ্দীন, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামন মিঠু,সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান,মোল্লা রাজা, সাইদুর রহমান,মহিদুল ইসলাম, আব্দুল মতিন প্রমূখ।
ঝিনাইদহ জেলা জাসাসের সদস্য সচিব কামরুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি এ্যাড. এম এ মজিদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার নিয়ে অনেক ষঢ়যন্ত্র হয়েছে কিন্তু কেউ সফল হতে পারে নাই ভবিষ্যতেও পারবে না। যারা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তি করেছেন তাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা যদি আবারও বাড়াবাড়ি করেন তবে এর পরিনাম ভাল হবে না। আমরা বাংলাদেশের ফ্যাসিষ্ট শেখ হাসিনাকে উৎখাত করেছি। দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছে, জীবন দিয়েছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই অবিলম্বে একটি জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুন। তিনি বলেন,বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতি নিয়ে যঢ়যন্ত্র হয়েছে। তিনি ২৪ এর জুলাই-আগষ্টে আন্দোলনের শহিদ এবং আহতদের শ্রদ্ধা জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়া মানেই গণতন্ত্র। যারা নাবলক এবং রাজনীতিতে পরিপক্কতা আসে নাই তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা বেগম খালেদা জিয়ার পরিবারের বিরুদ্ধে ষঢ়যন্ত্র করবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা