মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা। বেপরোয়া গতির ছোবলে ঝরলো কিশোর প্রাণ — শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোহানের মর্মান্তিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুরে শিক্ষক কো-অপারেটিভ ‘কালব’ অফিসের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ চুয়াডাঙ্গায় ডিএনসির অভিযানে দেড়শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক মনপুরায় অবৈধ স-মিলের দৌরাত্ম্য বেড়েই চলেছে, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের নবীনগরে মাদকের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নিহত -১ গুলিবিদ্ধ – নীলফামারীতে পলিথিন বিরোধী অভিযান। ঝিনাইদহে সাইবার পুলিশের সাফল্য, শতাধিক মোবাইল ও প্রায় লাখ টাকা উদ্ধার বিশিষ্ট সমাজসেবক ও এসআইবিএল পরিচালক নার্গিস মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মাছ ধরার ট্রলারসহ ৭জেলে আটক

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে মাছ ধরার ট্রলারসহ ৭ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।
পশ্চিম সুন্দরবনের কাঠেশ্বর ও খোবরাখালী খাল থেকে ১৬ জুলাই বুধবার তাদের আটক করা হয়।

আটককৃত জেলেদের নিকট থেকে প্রায় ছয়শ কেজি কাঁকড়াসহ একশ কেজিরও বেশী মাছ উদ্ধার করা হয়। এছাড়া কাঁকড়া পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রলার, দুটি নৌকা, মাছ ও কাঁকড়া শিকারের জালসহ বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করে বনকর্মীরা।

আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইয়াকুব আলী সরদার(৬০), মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে কামরুল ইসলাম (৪২), মহাব্বত আলী(২৮), আরশাদ মিস্ত্রিরে ছলে মুজিবর রহমান মিস্ত্রি(৫২), আব্দুল বারীর ছেলে জামাল গাজী(৩৫), আব্দুল মাজেদের ছেলে তৌহিদ হোসেন(৩৮) ও ইলয়াস গাজীর ছেলে শিমুল হোসেন(৩৫)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক ফজলুল হক জানান, এখন সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু মানুষ বনকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বনে যেয়ে মাছ বা কাঁকড়া ধরার চেষ্টা করে। নিয়মিত টহলে থাকায় বনকর্মীরা পৃথক অভিযানে কাঁকড়া বহনকাজে জড়িত একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার)সহ দু’টি নৌকা আটক করে।

এসময় তিনটি নৌযান থেকে আটক ৭জনকে বন আইনের পৃথক দুটি মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসময় জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করার পাশাপাশি মাছগুলো বিনষ্ট করা হয়েছে। নিষিদ্ধ মৌসুমে মাছ-কাঁকড়া শিকারের ফলে সুন্দরবনের বিরুপ প্রভাব পড়বে বলে তিনি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা