সিনিয়র স্টাফ রিপোর্টার – মোঃ আতাউর রহমান মুকুল
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. সুমন মিয়াকে (২৮) ঢাকার দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২১ জুন) রাতে র্যাব-১০, র্যাব-১ ও সুন্দরগঞ্জ থানার পুলিশের সমন্বিত অভিযানে দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২২ জুন) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও নিরবিচ্ছিন্ন অভিযানের মাধ্যমে আসামি সুমনকে আটক করে থানায় নেওয়া হয়। তার প্রাথমিক জবানবন্দি রেকর্ড করার পর শনিবারই আদালতে পাঠানো হয়েছে।
এর আগেও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুমনের পিতা মজিবর রহমান এবং দেশীয় অস্ত্রসহ তার ভাবী স্বপ্না বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সুমন মিয়া সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র খানাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগকর্মী হিসেবে পরিচিত।
গত ৬ জুন রাত ১০টার দিকে বিএনপি নেতা ইলিয়াস মিয়া তার নিজস্ব মৎস্য খামার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে হামলার শিকার হন। স্থানীয়ভাবে যুবলীগকর্মী হিসেবে পরিচিত সুমন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ইলিয়াসকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে রক্তাক্ত অবস্থায় ইলিয়াস হামলাকারীদের নাম প্রকাশ করেন—যাদের মধ্যে সুমন, যুবাইর ও তালেবের ছেলের নাম স্পষ্টভাবে উল্লেখ ছিল।
পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা (মামলা নম্বর: ০৬) দায়ের করেন।
ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, “এই হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”