মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে সারাদেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব আলী হোসেন সোহাগ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি সরবিন্দু দাস, সাবেক সহ-সভাপতি ফজর আলী ফজর, যুগ্ম আহ্বায়ক অদুধ, ডা. তোফাজ্জল হক, কামরুজ্জামান কুদ্দুস, এমদাদুল হক লিটন, আশরাফ ফজলে খোদা লিটন, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক আহমদ আলী মাসুকসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
উল্লেখ্য, কেন্দ্রীয় জাসাসের আহ্বানে দেশব্যাপী একযোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।