বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোনয়ন নিয়ে বিএনপির টানাপোড়েন : নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক, আছিয়া রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাতৃজগত পরিবার বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত? জানমালের নিরাপত্তা বিঘ্ন মাদারগঞ্জে সুখনগরী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি কবি সংসদ বাংলাদেশের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত ৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………………………………. লায়ন মো. হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন দুর্গম হারাঙ্গীপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা আখাউড়ায় নবাগত ইউএনও তাপসী রাবেয়ার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা কুমিল্লায় ভিসা প্রতারণা মামলা আসামীরা সৈয়দপুরে শ্রমিক-ভ্যানচালক বিপাকে পরিবারের ভুক্তভোগীরা ঝিনাইদহে গনসংযোগে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই ধোলাই করা হবে ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট দিয়ে ফলক ঢেকে দেওয়ার ঘটনায় সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ কক্সবাজার জেলায় উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১ দোকান পোড়ে গেছে অর্ধশতাধিক ধামরাইয়ে প্রতারণার নাটক: পাঁচ স্বামী পেরিয়ে ষষ্ঠ স্বামীকেও সর্বস্বান্ত করলেন ‘চতুর নারী’ আমেনা বেগম! জলঢাকায় জামায়াতের স্মরণকালের বৃহত্তম মোটর সাইকেল শোভাযাত্রা। আটঘরিয়ার শিক্ষকের বেত্রাঘাত সহ্য করতে না পেরে বিষপানে শিক্ষার্থীর আত্নহত্যা,বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরের শ্রীপুরের বিল থেকে শিশুর মরদেহ উদ্ধার খুলনায় দুই সাংবাদিকের ওপর বর্বর হামলা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ইমদাদুল হক চ্যানেল এস টিভির রাজশাহী প্রতিনিধি নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ইমদাদুল হক দেশের শীর্ষস্থানীয় জাতীয় টেলিভিশন চ্যানেল এস টিভি-তে রাজশাহী জেলার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই নিয়োগকে রাজশাহীর সাংবাদিক সমাজ এক গর্বের অর্জন হিসেবে দেখছে। প্রবীণ সাংবাদিকরা জানান, ইমদাদুল হক দীর্ঘ ২২ বছরের নিষ্ঠা, পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও নিরপেক্ষ সাংবাদিকতা তাঁকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।

রাজশাহী মডেল প্রেসক্লাব পরিবার এক অভিনন্দন বার্তায় ইমদাদুল হককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এই অর্জন শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত সাফল্য নয়, বরং রাজশাহীর সাংবাদিক সমাজের জন্যও এটি এক অনুপ্রেরণার প্রতীক। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে রাজশাহীর চিত্র আরও বস্তুনিষ্ঠভাবে জাতীয় পর্দায় উঠে আসবে।

ইমদাদুল হক দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সুনাম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও ইতিবাচক ভূমিকা ইতোমধ্যেই রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন, এবং

যে কোনো সাংবাদিক হামলা মিথ্যা মামলা, হয়রানি, বা প্রাণনাশের হুমকির মুখে পড়লে ইমদাদুল হক তাঁদের পাশে দাড়িয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোচ্চার থাকেন। তার এমন নেতৃত্বের কারণে আজ রাজশাহীতে তিনি আলোচনার জোয়ারে ভাসছেন।

তিনি নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের কারণে একাধিকবার রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি সংগঠনের দায়িত্ব পাওয়ার পরে সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং তরুণ সাংবাদিকদের প্রেরণার উৎসে পরিণত করেছে।

এ সকল বিষয়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন,

সাংবাদিকতা আমার পেশা নয়, এটি আমার নৈতিক দায়িত্ব ও ভালোবাসা। আমি সবসময় রাজশাহীর সাধারণ মানুষের কণ্ঠস্বরকে জাতীয় পরিসরে তুলে ধরতে চেয়েছি। চ্যানেল এস টিভির প্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব আরও বড় পরিসরে পালনের সুযোগ পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত।

রাজশাহীর সাংবাদিক সমাজ মনে করছে ইমদাদুল হকের মতো একজন অভিজ্ঞ, সৎ ও মানবিক সাংবাদিকের জাতীয় টেলিভিশনে দায়িত্ব পাওয়া রাজশাহীর জন্য এক অনন্য সম্মান ও প্রেরণার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা