নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরের উন্নয়ন ও পরিবেশ সচেতনতায় ভূমিকা রাখতে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাবেদ আলী এক বৃক্ষরোপণ কর্মসূচি ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
রোববার (২০ জুলাই) বেলা ১২ টায় রাজশাহী বরেন্দ্র কলেজ, রাজশাহী ভোলানাথ বিবি হিন্দু একাডেমি প্রাঙ্গণে এবং কুমারপাড়া পদ্মা মন্দিরের পাশে এই বৃক্ষরোপণ করা হয়। প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণের সময় নিজ নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
জাবেদ আলী বলেন, “পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের ভূমিকা রয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পারি।”
তিনি আরও জানান, নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাঁর নির্বাচনী এলাকায় ব্যাপক হারে লিফলেট বিতরণ করা হচ্ছে। লিফলেটে তাঁর পরিকল্পনা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ ৩৮ দফা তুলে ধরা হয়েছে।
এ ধরনের কর্মসূচি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে এবং পরিবেশ রক্ষায় সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।