আসিফ মাহমুদ
স্টাফ রিপোর্টার
জাতীয় দৈনিক মাতৃজগত
মাগুরা শহরে জিয়ারুল নামের একজন প্রতারক এস এফ গ্রুপ লিমিটেড এর জি এম পরিচয় দিয়ে খুলনা ডিভিশনে মার্কেটিং এর জন্য আর এস এম ও টি এস এম নিয়োগ দেন। অথচ এসএফ গ্রুপ লিঃ জিয়ারুল সাহেবকে কোন প্রকার নিয়োগ প্রদান করেনি।
আসিফ মাহমুদ কে আরএসএম হিসেবে দায়িত্ব দিয়ে এসএফ গ্রুপ লিমিটেড এর মার্কেটিং পরিচালনা করেন ২০ দিন পর জিয়ারুল সাহেব বলেন এসএফ গ্রুপ লিঃ নাম পরিবর্তন করে এখন থেকে আপনারা এসবি ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিকস এর মার্কেটিং করবেন, এক পর্যায়ে মার্কেটিং এর সবাই এসবি ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিকস এর কাজপত্র বুঝিয়ে দেওয়া হয় কোন প্রকার স্যম্পুল ছাড়া, মার্কেটিং সবাই বার বার স্যম্পুল এর কথা বললে জিয়ারুল সাহেব বলেন কোম্পানির নাম পরিবর্তন করা হয়ে তো এজন্যই স্যম্পুল আসতে দেরী হচ্ছে। কিছু দিন পর খুলনা বিভাগের আরএসএম এর কাছে তিন পিচ অন্য কোম্পানির হোল্ডার, গ্যাং সুইচ দিয়ে বলে এই কোয়ালিটির মাল হবে এসবি ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিকস এর।
এক পর্যায়ে মার্কেটিং এর সবাই বুঝতে পারলো জিয়ারুল সাহেব ঢাকা নবাবপুর থেকে মাল কিনে নিজের এসবি কোম্পানির ছাপ দিয়ে মার্কেটিং করছে। অথচ কোম্পানির প্রতিনিধি কাউকে কোন প্রকার বেতন প্রদান করেন নি, বেতনের কথা বললে, উনি বলেন আগে আপনারা নিজের পকেটের টাকা মার্কেটে ইনভেস্ট করে মার্কেটিং করেন।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এধরণের প্রতারকদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।