মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি। বানিয়াচংয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন।
সিনিয়র সহকারী শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি মোফাজ্জল হোসেন মুকুল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি ও অত্র বিদ্যালয়ের অভিভাবক জীবন আহমদ লিটন, অভিভাবক সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক মুছা খাঁন, সহকারী শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম, খন্ডকালীন শিক্ষক মোস্তাক আহমেদ ও ইতমে ওয়ালিদ, অভিভাবক আব্দু জাহের প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ গোলাম রব্বানী, বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণী শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে এস এম খোকন বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বিগত বছরগুলোর তুলনায় কিছুটা ব্যাহত হয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, পরিবর্তনের সময় এখনই। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষক বর্তমানে বাইরে অবস্থান করায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁদের দ্রুত বিদ্যালয়ে ফিরিয়ে আনা জরুরি হয়ে পড়েছে। সকলের সহযোগিতায় আমরা আবারও আদর্শ উচ্চ বিদ্যালয়কে গৌরবের অবস্থানে নিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের উন্নয়ন শুধুমাত্র শিক্ষকদের নয়, অভিভাবকদেরও দায়িত্ব। সন্তানের শিক্ষার অগ্রগতিতে পরিবার ও বিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আমি অভিভাবকদের আহ্বান জানাই আপনারা নিয়মিত বিদ্যালয়ে খোঁজখবর রাখুন, আমাদের পাশে থাকুন।”
মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবকগণ প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষককে দ্রুত বিদ্যালয়ে আনার দাবী জানান। এছাড়া বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে বিদ্যালয়ের পরিবেশ, শৃঙ্খলা ও পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে সবাই মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।