মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর:
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দিনাজপুর ও রংপুর অঞ্চলে চরম লোডশেডিং দেখা দিয়েছে। এর মধ্যে একটি ইউনিট আংশিকভাবে চালু থাকলেও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে।
বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার সকালে ৩২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ১৮০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো।
সন্ধ্যায় ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যায়, যা থেকে তখন ৫০–৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। তবে রাত সাড়ে ১১টার দিকে এই ইউনিটটি আংশিকভাবে চালু করা হয়, এবং বর্তমানে এটি থেকে প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
প্রকৌশলী আরও জানান, ৩ নম্বর ইউনিটটি পুনরায় চালু করার জন্য কিছু যন্ত্রাংশ প্রয়োজন, যা সংগ্রহের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে।