মো:মেরাজুল ইসলাম, মেরাজ
রংপুর প্রতিনিধি :
জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদ তাহির জমান প্রিয়’র স্মরণে দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে প্রিয় মঞ্চের আয়োজনে বর্ণিত সংগঠনের সংগঠক ওয়াসিফা জাফর অদ্রি এর সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তাহির জামান প্রিয়’র জন্য দোয়া ও স্মরণ সভা (২৫-৩০জন) অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান, সভাপতি, গণসংহতি আন্দোলন, রংপুর জেলা শাখা, চিনু কবির, আহ্বায়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন, রংপুর জেলা, শাহ মোনতাসির বিল্লাহ ফকির সিয়াম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর, জুয়েনা মিতুল, সাংস্কৃতিক ব্যক্তি, রিনা মুরমু, সভাপতি, ছাত্রফ্রন্ট, বেরোবি,শাহারিয়ার সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন