খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং গলাচিপা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল গভীর রাত আনুমানিক ২টার সময় তিনি তার নিজ বাসভবনে অসুস্থবোধ করলে পরিবার ও স্বজনরা দ্রুত তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তার হঠাৎ অসুস্থতায় সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, সাংবাদিক সমাজ ও এলাকার মানুষদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গলাচিপা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে তার আশু সুস্থতা কামনা করা হয়েছে।
মুশফিকুর রহমান রিচার্ড একজন দক্ষ সাংবাদিক, শিক্ষানুরাগী ও সচেতন সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে গলাচিপা অঞ্চলে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন।