স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন
স্বাধীনতার ৫৪ বছরেও বরগুনার আমতলীতে শহীদ মিনার, স্মৃতিসৌধ, মুক্ত মঞ্চের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মিত হয়নি। তবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যেই এসব স্থাপনা বাস্তবায়ন করে নজির স্থাপন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রোকনউজ্জামান খান।
দীর্ঘদিন ধরে আমতলীর সাধারণ মানুষ এসব স্থাপনা নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। তবে ইউএনও রোকনউজ্জামান খান যোগদানের পর পরিচিতি সভায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তাৎক্ষণিক উদ্যোগ নেন। প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ে এসব প্রকল্পের কাজ শুরু হয়।
পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— শহীদ মিনার, স্মৃতিসৌধ, মুক্ত মঞ্চ, অফিসার্স ক্লাব, উপজেলা পরিষদ মিলনায়তন, শিশু পার্ক সংস্কার ও নতুন রাইড স্থাপন। এর মধ্যে একটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে এবং আরেকটি আগামী ৩০ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী জানান, “উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিক প্রচেষ্টা ও প্রকৌশল বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে একটি উদ্বোধন সম্পন্ন হয়েছে, আরও একটি শিগগিরই উদ্বোধন করা হবে।”
ইউএনও মোঃ রোকনউজ্জামান খান বলেন, “আমতলীতে যোগদানের পর পরিচিতি সভায় স্থানীয়রা এ পাঁচটি প্রকল্পের দাবি জানান। আমি বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে দ্রুত সময়ে কাজগুলো সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করি। উপজেলা বাসীর স্বপ্ন পূরণে এ ধরণের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”