★গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষের নির্দেশ
মোঃ ইউনুছ মিয়া , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মডেল মসজিদের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকালে তিনি ধামঘর ইউনিয়নের ভুবনঘর এলাকায় চলমান মসজিদ নির্মাণকাজ ঘুরে দেখেন। এসময় কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রতি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশ দেন তিনি।
জানা যায়, ৫ই আগস্টের পর থেকে মসজিদটির নির্মাণকাজ বন্ধ ছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুনরায় কাজ শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, সরকার সারাদেশে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মডেল মসজিদ নির্মাণ করছে। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে এই মসজিদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত তদারকি করা হচ্ছে এবং আগামী দেড় মাসের মধ্যে নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারের অর্থায়নে নির্মিত এই মডেল মসজিদটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করা হবে।
মোবাইলঃ ০১৮১৮৫৮১৫১০
তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫