জাহাঙ্গীর আলম
(ক্রাইম রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিএনপির সহযোগী সংগঠন যুবদল এর একজন প্রভাবশালী নেতা ও উপজেলা যুবদল সভাপতি প্রার্থী মোঃ আসাদুল ইসলাম শিপনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শিপন উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ফিরোজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত থেকে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। স্থানীয় পর্যায়ে তিনি একজন জনপ্রিয় ও সক্রিয় তরুণ নেতা হিসেবে পরিচিত।
জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালের দিকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ দল সিংগারবিল ইউনিয়নের নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, “নিয়মিত আদালতের ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে আসাদুল ইসলাম শিপনের নামে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা অনুযায়ী আমরা তাকে আইনানুগভাবে গ্রেফতার করেছি।”
এদিকে, শিপনের গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। যুবদল ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ।
তাদের অভিযোগ, সরকারের বিরোধী দলের সক্রিয় নেতাদের টার্গেট করে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। তারা শিপনের অবিলম্বে মুক্তির দাবি জানান।
তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার অংশ, এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।
উল্লেখ্য, মোঃ আসাদুল ইসলাম শিপন শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক ও শিক্ষাক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি কবি সানাউল হক স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি ছিলেন এবং এলাকার শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। স্থানীয়দের মতে, তার গ্রেফতারে এলাকায় এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে।
বর্তমানে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।