ঢাকা জেলা প্রতিনিধি মোঃ শফিকুর রহমান
ঢাকা, মিরপুর ১২ |
১০ অক্টোবর ২০২৫
নোয়াখালীকে আলাদা প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে ঢাকার মিরপুর ১২ এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা নোয়াখালী অঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, নোয়াখালীর জনসংখ্যা, ভৌগোলিক পরিসর ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এ অঞ্চলের একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগ হওয়া সময়ের দাবি। এ লক্ষ্যে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের এমপি প্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হোসেন খান।
সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ সেলিম (সভাপতি), শামসুরজোহা স্বপন (সাধারণ সম্পাদক) এবং সভার সভাপতি মোঃ হারেছ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।