শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত কচুয়ার ফতেবাপুর গ্রামে ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আখাউড়ায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত বগুড়া শেরপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গোদাগাড়ীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনতার ঢল, হাসান মামুনকে প্রার্থী ঘোষণার দাবিতে মুখরিত মাঠ চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে সেকশন অফিসার জাহেদ হোসেন ও অফিস সহায়ক জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঝিনাইদহে ব্যবসায়ী বরুণ হত্যা মামলার আসামি কারাগারে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গোদাগাড়ীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টার::

৭ নভেম্বর ২০২৫ইং শুক্রবার আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপি, কাঁকনহাট পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন। দিনব্যাপী কর্মসূচির শুরুতে গোদাগাড়ী পৌর এলাকা থেকে আজ শুক্রবার সকালে এক বিশাল র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বিএনপির পার্টি অফিসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সিপাহি-জনতা মিলিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল। প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেন, “৭ নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক মাইলফলক। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, জনগণের শক্তিই দেশ রক্ষার প্রধান হাতিয়ার।” তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পতাকা তলে সংগঠিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, তরুণ ও প্রবীণ নেতা-কর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ রক্ষা করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা