ওয়াজেদ নয়ন মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখনগরী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই নদী থেকে বালু তুলে তিনটি স্থানে বালুর মহাল তৈরি করে বিক্রির ধুম পড়েছে। এসব বালু মাহিন্দ্র গাড়িতে করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, একদল অসাধু বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় থেকেই এ অবৈধ বালু ব্যবসা চালিয়ে আসছে। বালু বিক্রি শেষ হলে পুনরায় ড্রেজার বসিয়ে নদীর বালু উত্তোলন শুরু করে তারা। এতে করে নদীর পারের কয়েক একর ফসলি জমি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জমির মালিকরা চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, “এভাবে বালু তোলা চলতে থাকলে আগামী মৌসুমেই আমাদের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।” স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।