রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভোলার উন্নয়ন ও নাগরিক অধিকারে ঐক্যবদ্ধ নতুন নেতৃত্বের অঙ্গীকার কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত কচুয়ার ফতেবাপুর গ্রামে ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আখাউড়ায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত বগুড়া শেরপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গোদাগাড়ীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনতার ঢল, হাসান মামুনকে প্রার্থী ঘোষণার দাবিতে মুখরিত মাঠ চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে সেকশন অফিসার জাহেদ হোসেন ও অফিস সহায়ক জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভোলার উন্নয়ন ও নাগরিক অধিকারে ঐক্যবদ্ধ নতুন নেতৃত্বের অঙ্গীকার

লালমোহন প্রতিনিধি:

অদ্য ৮ নভেম্বর (শনিবার) বিকাল ৪টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি। এই কমিটির মাধ্যমে দীর্ঘদিন ধরে ভোলা জেলার নাগরিক স্বার্থে কাজ করে আসা সংগঠনটির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী রূপ পেল। নবঘোষিত কমিটিতে মোঃ নূর মোর্শেদ সভাপতি, মোঃ মোস্তফা প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং মোঃ আক্কাস আলী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। মোট ৫১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণার অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ প্রজন্মের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বক্তাদের বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজী, বিশিষ্ট কলামিস্ট কালাম ফয়েজী, এবং ভোলা জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। অতিথিরা তাঁদের বক্তব্যে নবগঠিত নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম একটি সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ। এই ফোরামের নবনির্বাচিত নেতৃত্ব আগামী দিনে ভোলার উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, এবং সংগঠনের ঘোষিত ১৩ দফা দাবি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। ঐক্যবদ্ধ নাগরিক উদ্যোগই হবে ভোলার সামগ্রিক উন্নয়ন ও পরিবর্তনের মূল শক্তি।” কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীগণ সভাপতি: মোঃ নূর মোর্শেদ সিনিয়র সহ-সভাপতি: আলহাজ্ব মোঃ ইউসুফ মেম্বার সহ-সভাপতি: মোঃ শফিকুল আলম বাবুল, মোঃ বাবুল সিকদার, মোঃ নাহিদুল ইসলাম শান্ত, মোঃ সেলিম রেজা, মোঃ শহীদ হাওলাদার, মোঃ জবিউল্লাহ বাপ্পি, সার্জেন্ট মোঃ শহিদুল আলম। সাধারণ সম্পাদক: মোঃ মোস্তফা সাংগঠনিক সম্পাদক: মোঃ আক্কাস আলী সহ-সাধারণ সম্পাদক: মোঃ মাকসুদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ জাকির হাওলাদার, মোঃ কামাল হোসেন, মোঃ তামিম সিকদার, মোঃ মাহে আলম মাহবুব, মোঃ কামরুল ইসলাম পারভেজ সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ শাহবুদ্দিন সিহাব, মোঃ সুমন, মোঃ আলাউদ্দিন আলী, মোঃ নাসির উদ্দিন, মোঃ মিরাজ মুন্সী। সদস্যবৃন্দের তালিকা মোঃ সবুজ, মোঃ সাগর, মোঃ ফিরোজ মিয়া, এ্যাড. মোঃ ইউসুফ হোসেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মোঃ সবুর খান, খাদিজা বেগম, মোসাঃ শারমিন আক্তার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাইয়েদ হারুন আবির, মোঃ শাহীন, মোঃ হুমায়ুন কবির জাহিদ, মোঃ জাহিদুল আলম, মোঃ জাবির হোসেন, মোঃ সামসুদ্দিন, মোঃ শরীফ, মোঃ রাসেল ফরাজী, মোঃ আকবর হোসেন, মোঃ আল মামুন শেখ, সাব্বির আলম চৌধুরী, আমির হোসেন রকি, জসিম উদ্দিন প্রমুখ। নবগঠিত ফোরামের নেতৃবৃন্দ জানান, ভোলার উন্নয়ন পরিকল্পনা, নাগরিক নিরাপত্তা, পরিবেশ রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে। এছাড়া প্রবাসী ভোলাবাসীদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করার উদ্যোগও থাকবে বলে জানান সংগঠনের নেতারা।

ধন্যবাদান্তে, মোঃ আক্কাস আলী যুগ্ম আহ্বায়ক দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা