আশীষ বিশ্বাস
সিনিয়র স্টপ রিপোর্টার
নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার দিবাগত রাতে রংপুর নগরীর লালকুঠি ধাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে তাকে হাজির করা হয়। আদালতে শহীদ মাহমুদের পক্ষে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত শাহিদ মাহমুদ সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তিনি। তার নামে আরও দুটি হত্যা মামলা সহ পাঁচটি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি আজিম হোসেন বলেন, “জি.আর ২৬৭/২৪ নম্বর মামলায় বিনাভোটের চেয়ারম্যান শাহিদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজিরের পর জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।”