মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার উদ্যোগে স্থাপিত অগভীর নলকূপের ফলক সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখার সভাপতি মোঃ হুসাইন আহমেদ। আজ (১০ নভেম্বর ২০২৫ ইং) এক বিবৃতিতে তিনি বলেন — “দীর্ঘদিন যাবৎ কলেজে সুপেয় পানির মারাত্মক সংকট ছিল। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখা মানবিক দায়িত্ববোধ থেকে নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে গত ১৮ আগষ্ট ২০২৫ ইং তারিখে একটি অগভীর নলকূপ স্থাপন করে। বর্তমানে কলেজের একমাত্র সুপেয় পানির উৎস হিসেবেই এটি ব্যবহৃত হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে, গতকাল ৯ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাতে একটি কুচক্রী মহল এই টিউবওয়েলে ছাত্রশিবিরের নামফলক সিমেন্ট দিয়ে ঢেকে দিয়েছে। এই কাজটি শুধু একটি নাম ঢেকে দেওয়া নয়, বরং এটি নৈতিকতা, মানবিকতা ও ইতিবাচক চিন্তাকে আঘাত করার এক গভীর চক্রান্ত।” তিনি আরও বলেন — “সিমেন্ট দিয়ে ফলক মুছে ফেলা গেলেও শিক্ষার্থীদের হৃদয় থেকে ছাত্রশিবিরকে মুছে ফেলা যাবে না। ছাত্রশিবির তার আদর্শ,কর্ম ও মানবিক উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে শিক্ষার্থীদের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে। আমরা সবসময় শান্তি, কল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করি।”