আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল ১১ টার সময় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় সংলগ্ন হোটেল টাইগার প্লাসের হল রুমে
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মোঃ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমির মোঃ নূরুল হুদা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভি ও বাসসের প্রতিনিধি আসাদুজ্জামান, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আল ইমরান, দীপ্ত টিভির প্রতিনিধি রঘুনাথ খাঁ, এস এ টিভির শাহিন গোলদার, ডিবিসির এম বেলাল হোসাইন, এখন টিভির আহসানুর রহমান রাজিব, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, নিউজ ২৪ টিভির মনিরুল ইসলামসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, কোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়। সাদাকে সাদা বলতে হবে। কোন অন্যায়কে আমি প্রশ্রয় দেবো না।
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি এসময় আগামী ৮ জুলাই পর্যন্ত কোন বিশৃঙ্খলায় না যাওয়ার জন্য সাংবাদিকদের আহবান জানান।
তিনি এসময় এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর সাথে তার রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে শুভ জন্মদিন উৎসবে তিনি এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে কেক কেটে এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্নাহ।