বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদগঞ্জের সুবিদপুর ইউনিয়নের বাশারা গ্রামে গণসংযোগে জনতার ঢল ঝিনাইদহের কালীগঞ্জে দোকানের দেওয়াল ভেঙ্গে লাখ টাকার ব্যাটারি চুরি কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেত্রীর দূর্গাপুজার শুভেচ্ছা বিনিময় মুরাদনগরে মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করলেন ইউএনও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি – আমিনুল হক গলাচিপায় বর্ণিল আয়োজনে দুর্গাপূজার মন্ডপে উপচে পড়া ভিড় বগুড়া শহরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ায় গাজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নীলফামারীর জলঢাকায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত বাবা

মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত বাবা

সৈয়দ উসামা বিন শিহাব স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামের এক যুবকের মৃত্যু ঘটনা ঘটে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২ তার দিকে পল্লবী মিরপুর- ১২ এর সি-ব্লকের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। ঐসময় তার বাবা সাগর খানও আহত হন।

স্বজনরা জানান, গুরুতর আহত হওয়ার সত্ত্বেও রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল পৌনে ৪ তার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সাগর খান জানান, তারা বর্তমানে মিরপুর- ১২ নম্বর ডি-ব্লকের ২৫ নম্বর রোডে বসবাস করেন। রিফাত আগে একটি গার্মেন্টসে কাজ করলেও সম্প্রতি বেকার ছিলেন। দুই ভাইবোনের মধ্যে রিফাত ছিলেন বড়।

ঘটনার বর্ণনা দেওয়ার সময় তিনি বলেন, দুপুরে শেওড়াপাড়া একটি কাজে যাচ্ছিলেন রিফাত। কিছুক্ষণ পর খবর আসে যে, মিরপুর- ১২ পুরাতন থানার সামনে ১৫-২০ জন যুবক তাকে আটকে রেখেছে। সেখানে যাওয়ার পর জানতে চাইলে দুর্বৃত্তরা জানা*য়, টাকা লেনদেনের জন্য বিরোধ আছে। মোটরসাইকেলে করে ১৫-২০ জন এসে রিফাতের বুকে ছুরিকাঘাত করে। ছেলে কে বাঁচাতে গেলে তাকেও (সাগর খান) ছুরিকাঘাত করা হয়ে থাকে। তারা দ্রুত সেখান থেকে সরে যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ পোস্টমর্টেম এর জন্য মর্গে প্রেরণ করে। নিহতের বাবা পিঠে আঘাত পাওয়ার ফলে, তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে ।

পল্লবী থানার ওসি শফিউল আলম জানান, এ বিষয়ে এখনো কোনো মামলা করে নাই। তবে খুনের সাথে হাত আছে যারা তাদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা