সৈয়দ উসামা বিন শিহাব স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামের এক যুবকের মৃত্যু ঘটনা ঘটে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২ তার দিকে পল্লবী মিরপুর- ১২ এর সি-ব্লকের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। ঐসময় তার বাবা সাগর খানও আহত হন।
স্বজনরা জানান, গুরুতর আহত হওয়ার সত্ত্বেও রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল পৌনে ৪ তার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সাগর খান জানান, তারা বর্তমানে মিরপুর- ১২ নম্বর ডি-ব্লকের ২৫ নম্বর রোডে বসবাস করেন। রিফাত আগে একটি গার্মেন্টসে কাজ করলেও সম্প্রতি বেকার ছিলেন। দুই ভাইবোনের মধ্যে রিফাত ছিলেন বড়।
ঘটনার বর্ণনা দেওয়ার সময় তিনি বলেন, দুপুরে শেওড়াপাড়া একটি কাজে যাচ্ছিলেন রিফাত। কিছুক্ষণ পর খবর আসে যে, মিরপুর- ১২ পুরাতন থানার সামনে ১৫-২০ জন যুবক তাকে আটকে রেখেছে। সেখানে যাওয়ার পর জানতে চাইলে দুর্বৃত্তরা জানা*য়, টাকা লেনদেনের জন্য বিরোধ আছে। মোটরসাইকেলে করে ১৫-২০ জন এসে রিফাতের বুকে ছুরিকাঘাত করে। ছেলে কে বাঁচাতে গেলে তাকেও (সাগর খান) ছুরিকাঘাত করা হয়ে থাকে। তারা দ্রুত সেখান থেকে সরে যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ পোস্টমর্টেম এর জন্য মর্গে প্রেরণ করে। নিহতের বাবা পিঠে আঘাত পাওয়ার ফলে, তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে ।
পল্লবী থানার ওসি শফিউল আলম জানান, এ বিষয়ে এখনো কোনো মামলা করে নাই। তবে খুনের সাথে হাত আছে যারা তাদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।