মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়ায় পৃথক দুটি পুলিশি অভিযানে এক মাদক কারবারিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে রয়েছে সিআর মামলার ওয়ারেন্ট।
থানা সূত্রে জানা গেছে, কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুর রহমান শুভ’র নেতৃত্বে বুধবার (২ জুলাই) অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ ইকরামুল হক (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
অন্যদিকে, একইদিন আরও একটি অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আবু রায়হান (৩৫) কে আটক করা হয়। সে কলারোয়া থানার কাকডাঙ্গা গ্রামের সোলেমান দফাদারের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম আটক এবং মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”