মোঃ হোসেন চৌধুরী লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
তারিখ : ১২/১০/২০২৫ রোজ রবিবার
লক্ষ্মীপুর জেলায় সদর উপজেলা চররুহিতা ইউনিয়ন রসুলগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখা পড়ার মান উন্নয়নে টিপিন, যত্নসহ বাড়তি সময় নিয়ে লেখা পড়ার , ব্যাপক উদ্যোগ অনুষ্ঠিত হয়, গত ১৬ বছর থেকে রসুলগন্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের কেউই এ+ পায়নি, গত বছর ৫০% ভাগ, পরিক্ষার্থী ফেল করার কারনে এর সমোলিচিত হয় বিিদ্যালয়টির শিক্ষা ব্যাবস্থা নিয়ে,কমিটি এবং বিদ্যালয়ের শিক্ষকদের জবাব দিহিতা করতে, জনমনে সৃষ্টি হয় লজ্জা ও ক্ষোভের।
বিদ্যালয়টি গত ১৬ বছরের অর্থাৎ ৫ ই আগষ্ট ২০২৪ ইং সাল পয্যন্ত সভাপতি ছিলেন লক্ষ্মীপুর ছাত্র জনতার হত্যার আসামি কারাবন্দী সাবেক চেয়ারম্যান কবির পাটোয়ারি, ব্যাপক টাকা আত্যসাৎ, দুর্নীতির অভিযোগ সহ নানা লুটপাটে খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান বিদ্যালয়ে কোন ছাত্র পড়ালেখা করতোনা, ছাত্রলীগ রাজনৈতিক সম্পৃক্ত থাকার কারনে শিক্ষকদের মানতো না ছাত্ররা, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যেতো বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষকদের অভিযোগ রাজনৈতিক সেলটারের কারনে অনেক ছাত্ররা টেষ্ট পরীক্ষায় অনেক বিষয়ে ফেল করার পরেও তাদের পরীক্ষার ফরম পিলাব করতে হতে বাধ্য করা হতো।বর্তমান সভাপতি সালাহউদ্দিন বাচ্চু বলেন বিদ্যালয়ের বহু টাকা দুর্নীতি হয়েছে, কিছু টাকা ফেরৎ আনা হয়েছে, বিদ্যালয়ে একটি লাইব্রেরি করা হয়েছে, শিক্ষক ৯ জনকে আনুষ্ঠানিক বিদায় দেওয়া, বকেয়া বেতন পরিশোধ, সহ বিদ্যালয়ের জমি রেষ্টুরী করা হয়েছে। বিদ্যালয়ের ভিতরে রাজনৈতিক ও স্থানিয় প্রভাব দুর করা হচ্ছে। বর্তমানে আগামী বছরের শতভাগ পাশের বিষয়ে আমরা আপ্রাণ চেষ্টা করছি
স্থানীয় সামাজিক রাজনৈতিক ও সচেতন মান্য গন্য,ব্যাক্তি বর্গ সকলেকে ঐক্যবদ্ধতার আয়োজন করেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও রসুলগঞ্জ বহুমুখি উচ্চবিদ্যালয়ের সভাপতি সালাহউদ্দিন বাচ্চু এই উদ্যেগে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে এগিয়ে এসেছেন, জেলা জামায়েতের আমির এস ইউ এম মাস্টার রুহুল আমিন ভুঁইয়া, বি এন পির নেতা স্কাই নেটের ব্যাবসায়ি , তমিজ উদ্দিন চৌধুরী, ডাচবাংলা ব্যাংক রসুলগঞ্জ শাখার পরিচালক ও ইউনিয়ন বি এনপি র সহভাপতি শাহিন কাদের চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ি বিদ্যালয়ের দাতা সংস্থার সদস্য মাসুদ আলম, প্রাক্তন ইংরেজি শিক্ষক মাস্টার শহিদ উদ্দিন যুবদলের সাধারন সম্পাদক শফি মাহামুদ নিজু, সাংবাদি ও জেলা শাখা এডাব এর সভাপতি মো: হোসেন চৌধুরী এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই আয়োজন করা হয়, আয়োজনে ছিলো আগামি বছরে এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষে সন্ধা ৬ টা থেকে রাত ১০ পয্যন্ত বিনামুল্যে পাড়ানো, বিনা মুল্যে টিপিন ব্যাবস্থা, ছাত্র ছাত্রীদের নিরাত্তার জন্য অটোরিকশার যোগে বাড়ি পৌঁছে দেওয়া, বিষয় ভিত্তিক পড়ার জন্য শহর থেকে ভালো শিক্ষক এনে পাঠ দানের সু ব্যবস্থা করা, প্রথম ২ দিনের অর্থ প্রদান করেন তমিজ উদ্দিন চৌধুরী।
বিদ্যালয়ের সভাপতি বলেন আমাদের বেশির ভাগ ছাত্র ছাত্রীরা গরিব পরিবারের, আমাদের ছাত্র ছাত্রীরা যেন ভালো ভাবে এপ্লাস সহ শতভাগ পাশ করে তার জন্য যত কিছুর প্রয়োজন আমরা অভিভাবক হয়ে এই এলাকার গন্যমান্য সকলকে নিয়ে ব্যাস্থা নিচ্ছি, আরো নিবো।, জেলা জামায়েত এর আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া বলেন গত ১৬ বছরে শিক্ষার ব্যাবস্থা ধংস করে দিয়ছে বিগত পলাতক সরকারের লেটুয়া বাহিনি, বিদ্যালয়ের ম্যানিজং কমিটির দায়িত্বে ছিলো অশিক্ষিত, মাদকাসক্ত লোকজন, যারা ছাত্রদের নিয়ে তৈরি করতো কিশোর গ্যাং, যার কারনে ১৬ বছর থেকে এই বিদ্যালয়ের অর্ধেক এর বেশি ফেল করেছে, তমিজ উদ্দিন চৌধুরি বলেন, বিদ্যালয় আমাদের, ছাত্র ছাত্রীরা আমাদের সন্তান, আমরা সামাজিক ভাবে লজ্জিত, গত পাশের হারে। বক্তরা বলেন এখন থেকে লজ্জা ঘৃনা সব ফেলে আমরা ঐক্যমতে যদি আর্থিক সহায়তা সহ এগিয়ে আসি তাহলে সকলের প্রচপষ্টায় বিদ্যালয়ের শতভাগ পাশ করা সম্ভব হবে। স্থানীয় সকল প্রভাবশালী গনকে এই বিদ্যালয়ের উন্নয়নের সার্থে এগিয়েআসার আহবান করে বক্তরা।