রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পল্লবী থানা এলাকায় টানা অভিযানে মাদক সাম্রাজ্যের পতন *লক্ষ্মীপুরে রুসুল গঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক উদ্যোগ* রাজশাহীতে দুটি ট্রাকের ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের ঢাকা-১৪ আসনে ধানের শীষে ভোট চেয়ে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বিশাল মিছিল ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র উদ্ধার আটক ২ জন ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও পাঁচ বাংলাদেশি আটক করতোয়া নদীতে নিখোঁজের৩২ ঘন্টা পর হৃদয়ের লাশ উদ্ধারের চুয়াডাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নি*হত

যশোরে সিআইডির ওপর হামলা

গ্রেফতার ২, প্রধান আসামি তুষার এখনো পলাতক

নিজস্ব প্রতিবেদক

যশোরের রাজারহাট মোড়ে সিআইডির ওপর হামলার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার মূল হোতা তুষার সরদার এখনো পলাতক রয়েছে।

গ্রেফতার অভিযান

শুক্রবার রাত ৮টার পরে বসুন্দিয়ার মোড় থেকে বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামের ইব্রাহিমকে (পিতা: সালাম হোসাইন) গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে একই মামলায় খুলনার ডুমুরিয়া হাসানপুর গ্রামের শাওন সরদারকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে রাজারহাট এলাকায় বসবাস করছিলেন। হামলার সময় তার ব্যবহৃত পোশাকও উদ্ধার করা হয়েছে।

হামলার ঘটনা

পুলিশ জানায়, গত বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজারহাট মোড়ে মাদকবিরোধী অভিযানে গিয়ে সিআইডির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। চিহ্নিত মাদককারবারি তুষার সরদারকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করলে তার সহযোগীরা সিআইডি সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
এ সময় সিআইডির সদস্য শহিদুলকে রশি দিয়ে হত্যার চেষ্টা করা হয়। ঘটনাটির পর কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়।

তদন্ত ও অভিযোগ

তদন্ত কর্মকর্তারা জানান, ভিডিও ফুটেজ দেখে শাওন ও ইব্রাহিমকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে মূল আসামি তুষার এখনও ধরা-ছোঁয়ার বাইরে।

এদিকে সিআইডি সূত্রে অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধির ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে তুষার মাদক ব্যবসা ও প্রভাব বিস্তারের কাজ চালিয়ে আসছে। তার বিরুদ্ধে পূর্বেও দুটি মামলা ছিল।

পুলিশের বক্তব্য

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন,

> “ঘটনার পর থেকে একাধিক টিম অভিযান চালাচ্ছে। দুজনকে গ্রেফতার করা গেলেও প্রধান আসামি তুষারকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

 

অন্যদিকে সিআইডির পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম জানান,

> “পুলিশের পাশাপাশি সিআইডির বিশেষ টিমও তদন্ত ও আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা