শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবি গ্রেফতার করেছে র‌্যাব জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজয়নগরে যুবদল নেতা গ্রেফতার চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেটকার ফেলে পালিয়েছে চালক। পরে ওই প্রাইভেটকার থেকে প্রায় ১বব লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান আমিনুল হকের মনোনয়ন নিয়ে বিএনপির টানাপোড়েন : নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক, আছিয়া রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাতৃজগত পরিবার বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত? জানমালের নিরাপত্তা বিঘ্ন মাদারগঞ্জে সুখনগরী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি কবি সংসদ বাংলাদেশের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত ৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………………………………. লায়ন মো. হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন দুর্গম হারাঙ্গীপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা আখাউড়ায় নবাগত ইউএনও তাপসী রাবেয়ার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা কুমিল্লায় ভিসা প্রতারণা মামলা আসামীরা সৈয়দপুরে শ্রমিক-ভ্যানচালক বিপাকে পরিবারের ভুক্তভোগীরা ঝিনাইদহে গনসংযোগে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই ধোলাই করা হবে ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট দিয়ে ফলক ঢেকে দেওয়ার ঘটনায় সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেই বাভুমা ও রাবাদা

চলতি মাসেই পূর্নাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। তিন ফরম্যাটের সিরিজের জন্য দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। সাদা বলের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ও পেসার কাগিসো রাবাদাকে। বাভুমার অনুপস্থিতিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম।

তবে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে থাকছেন বাভুমাই। এছাড়া জেরার্ড কোয়েতজে, মার্কো ইয়ানসেন ও লুঙ্গি এনগিডিকে রাখা হয়েছে শুরু দুইটি টি-টোয়েন্টির জন্য। তৃতীয়টি তাঁরা খেলবে না। টেস্টের প্রস্ততি নিতে সেসময় তারা খেলবে ঘরোয়া ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে।

প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ট্রিস্তান স্টাবস, ডাভিড বেডিংহাম ও নান্দ্রে বার্গার। আগামী ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ১২ ও ১৪ তারিখে পরের দুইটি ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর।

বাকি দুইটি ১৯ ও ২১ ডিসেম্বর। আর ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট এবং শেষ টেস্ট মাঠে গড়াবে ৩ জানুয়ারি।
টি–টোয়েন্টি দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, ম্যাথিউ ব্রিজকে, নান্দ্রে বার্গার, জেরার্ড কোয়েতজে (প্রথম দুই ম্যাচ), ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন (প্রথম দুই ম্যাচ), আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম দুই ম্যাচ), আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, ত্রিস্তান স্টাবস ও লিজাড উইলিয়ামস।

ওয়ানডে দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোরজি, রিজা হেন্ডরিকস, আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপোঙ্গোয়ানা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, রেসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস।

টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরার্ড কোয়েতজে, টনি ডি জোরজি, ডিন এলগার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস ও কাইল ভেরেইনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা