খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলার গলাচিপায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিয়ের দুই মাসের মাথায় এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিল (১৮) তিনি গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মো. নুর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকিল গত বছর এসএসসি পাস করে জীবনের নতুন স্বপ্ন দেখছিলেন। মেধাবী হয়েও অভাব-অনটনের সংসারে উচ্চশিক্ষা আর সম্ভব হয়নি। সংসারের হাল ধরতে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে কিছুদিন আগে ঢাকায় গার্মেন্টস কারখানায় চাকরি নেন তিনি। জীবনের পথচলায় নতুন অধ্যায় শুরু করতে দুই মাস আগে বিয়ে করেন এবং স্বপ্ন দেখছিলেন একটি ছোট, সুখী সংসারের।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—সেই স্বপ্নপূরণ আর হলো না। কিছুদিন আগে ঢাকায় অবস্থানকালে সাকিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত গ্রামের বাড়িতে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১২ অক্টোবর) ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তরুণ বয়সেই এমন করুণ মৃত্যুর ঘটনায় সাকিলের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু মহলসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামের মানুষজন বলছেন, সদ্য বিবাহিত এই তরুণ ছিল সবার প্রিয়, বিনয়ী ও পরিশ্রমী। তার এমন অকাল মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না।
স্থানীয়দের দাবি, ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না থাকায় এ ধরনের মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। তারা সরকারের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।