জনতার ভালোবাসায় আপ্লুত লায়ন হারুনুর রশিদ
সাখাওয়াত: ভ্রাম্যমান বিশেষ প্রতিনিধ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের বাশারা গ্রামে ব্যাপক গণসংযোগ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও জননেতা লায়ন হারুনুর রশিদ। এ সময় গ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। নারী-পুরুষ, প্রবীণ-বৃদ্ধ, যুবক ও কিশোররা ভিড় জমিয়ে তাকে ঘিরে রাখেন। ফলে গ্রামীণ জনপদে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
গণসংযোগ চলাকালে লায়ন হারুনুর রশিদ জনগণের খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “মানুষের দুঃখ-সুখে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আপনাদের ভালোবাসাই আমার মূল প্রেরণা, এই ভালোবাসা নিয়েই আমি সবসময় কাজ করে যাব।”
স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, লায়ন হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসা কার্যক্রমে অবদান রাখাসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগে সবসময় সক্রিয়।
এলাকার প্রবীণ এক সমাজসেবক জানান, “আমাদের এলাকার উন্নয়ন ও জনকল্যাণে লায়ন হারুনুর রশিদের বিকল্প নেই। তিনি সর্বস্তরের মানুষের নেতা।”
গণসংযোগে ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষ তার প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করে ভবিষ্যতে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
লায়ন হারুনুর রশিদের এ গণসংযোগ বাশারা গ্রামে নতুন আশার সঞ্চার করেছে বলে অভিমত প্রকাশ করেছেন অনেকেই।