সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উদযাপনে সাংবাদিক নেতা খান সেলিম রহমানকে বিশেষ সম্মাননা প্রদান পল্লবী থানা এলাকায় টানা অভিযানে মাদক সাম্রাজ্যের পতন *লক্ষ্মীপুরে রুসুল গঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক উদ্যোগ* রাজশাহীতে দুটি ট্রাকের ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের ঢাকা-১৪ আসনে ধানের শীষে ভোট চেয়ে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বিশাল মিছিল ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র উদ্ধার আটক ২ জন ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও পাঁচ বাংলাদেশি আটক করতোয়া নদীতে নিখোঁজের৩২ ঘন্টা পর হৃদয়ের লাশ উদ্ধারের

নীলফামারী প্রেসক্লাবের পক্ষ্য থেকে সেরা তিনটি মন্ডপকে দেয়া হবে সম্মাননা, পূজা হচ্ছে ৮৪৭টি মন্ডপে

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাব রিপোর্টার

 

নীলফামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলায় এবার মোট ৮৪৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায়-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

সভায় জেলা পুলিশ, পূজা উদ্‌যাপন পরিষদ, বিভিন্ন উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। জানা গেছে, প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও টহল কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত হয়।

এসময় জেলা প্রশাসক বলেন— “শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবও। সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।”

সভায় নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম জানান, জেলার সেরা তিনটি পূজামণ্ডপকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এ উদ্যোগ পূজামণ্ডপগুলোকে আরও সৃজনশীল ও আকর্ষণীয়ভাবে সাজাতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলায় সর্ববৃহৎ এ শারদীয় উৎসবকে ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে এখন থেকে উৎসবের আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা