মোঃ সহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর ধামইরহাটে তথ্য গোপন করে একই শিক্ষার্থী দুইটি ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মালাহার এলাকার মোঃ শামীম রেজার ছেলে মোঃ সাবিদ নামে এক শিক্ষার্থী চলতি শিক্ষাবর্ষে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ও পাশের একটি শিক্ষা প্রতিষ্ঠান মালাহা জামেয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসায়—দুই জায়গাতেই ভর্তি হয়েছে। এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে পিতা শামীম রেজা মালাহার দ্বিমুখী দাখিল মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তুলেছেন। অন্য দিকে সাবিদ সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্র। এদিকে তথ্য যাচাই-বাছাই না করেই একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার বৈধতা দেন,মালাহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আমিনুর রহমান বলেন, “প্রাথমিকভাবে আমাদের এখানে ভর্তি হয় কিন্তু মাদ্রাসায় ক্লাস করে না।”সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, “সাবিদ ষষ্ঠ শ্রেণির B শাখার ছাত্র। সে আমার বিদ্যালয় নিয়মিত ছাত্র। বিদ্যালয় ভর্তি রয়েছে এবং প্রতিদিন ক্লাস করছেন।”
এবিষয়ে ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন, “ অনলাইন রেজিস্ট্রেশন সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের করা রয়েছে, সুতরাং মাদ্রাসার ওই টা ভুয়া বলে জানিয়েছেন।”