মোঃ পারভেজ ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে ১১৮ বোতল উইনসেরেক্সসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় ঝিনাইদহ এর সহকারী পরিচালক এর তত্ত্বাবধানে পরিদর্শক জনাব শেখ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে। বুধবার রাতে উপজেলার মুণ্ডমালা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ওই মাদক কারবারি মহেশপুর ইপজেলার মুণ্ডমালা গ্রামের মিলন মিয়ার স্ত্রী মুসলিমা বেগম। তিনি ওই গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক চন্দ্র মজুমদার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মহেশপুরের মুণ্ডুমালা এলাকায় উইনসেরেক্স মাদক বিক্রি করা হচ্ছে। সে সময় আমাদের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১১৮ বোতল উইনসেরেক্সসহ এক নারীকে আটক করে। অভিযানের খবর পেয়ে ওই নারীর স্বামী পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আটক ওই নারীর বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।