এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার
আবারও চুয়াডাঙ্গা শহরের আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরা ও তার সহযোগী বাবুলকে মাদকসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে যৌথবাহিনীর পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, শিপরা ও বাবুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং একাধিকবার গ্রেপ্তার হলেও পুনরায় একই কাজে লিপ্ত হন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।