এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার
দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ডিজিটাল মাপযন্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাশেদুল, তিনি দক্ষিণচাঁদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার একটি টিম বুধবার রাতে দক্ষিণচাঁদপুর এলাকায় অভিযান চালায়। এসময় রাশেদুলের কাছ থেকে গাঁজা ও একটি ডিজিটাল মাপযন্ত্র উদ্ধার করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক রাশেদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।