ঢাকা জেলা স্টাফ রিপোর্টার: সৈয়দ উসামা বিন শিহাব
কাশিমপুর মহিলা কারাগারে বন্দী নারীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারীদের স্বজনরা জানান, কারাগারের ভেতরে দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার নানা অজুহাতে বন্দীদের ওপর হয়রানি, শারীরিক নির্যাতন এবং মৌলিক অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছেন।
মানবাধিকারকর্মীরা এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলছেন, বন্দীদের ওপর যে কোনো ধরনের নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ। তারা দাবি করেছেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
পরিবার-পরিজনের আশঙ্কা, ঘটনা প্রকাশিত হওয়ায় ভেতরে থাকা বন্দীরা আরও ভয়াবহ পরিস্থিতির শিকার হতে পারেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
অভিযোগে নাম উল্লেখিত কর্মকর্তারা হলেন:
রিজিয়া বেগম – জেলার
মোছাঃ কাওয়ালিন নাহার – জেল সুপার, কাশিমপুর মহিলা কারাগার
তানিয়া ফারজানা – ডেপুটি জেলার
নাহিদা আক্তার – ডেপুটি জেলার
ইয়াসমিন জাহান জুই – ডেপুটি জেলার
মোঃ পান্নু মিয়া হাওলাদার – প্রধান কারারক্ষী
মোঃ খসরু মিয়া – সহকারী প্রধান কারারক্ষী
বাংলাদেশ গেজেট, ২০২৫ সনের ২৯ নং – “তদন্ত কমিটি তদন্তপূর্বক কাশিমপুর কারাগার-২ এর …” শিরোনামে।
বন্দীদের ওপর যে কোনো ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি।এদিকে পরিবার-পরিজনরা আশঙ্কা প্রকাশ করেছেন, নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পর ভেতরে থাকা ভুক্তভোগীরা আরও ভয়াবহ পরিস্থিতির শিকার হতে পারেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।