সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উদযাপনে সাংবাদিক নেতা খান সেলিম রহমানকে বিশেষ সম্মাননা প্রদান পল্লবী থানা এলাকায় টানা অভিযানে মাদক সাম্রাজ্যের পতন *লক্ষ্মীপুরে রুসুল গঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক উদ্যোগ* রাজশাহীতে দুটি ট্রাকের ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের ঢাকা-১৪ আসনে ধানের শীষে ভোট চেয়ে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বিশাল মিছিল ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র উদ্ধার আটক ২ জন ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও পাঁচ বাংলাদেশি আটক করতোয়া নদীতে নিখোঁজের৩২ ঘন্টা পর হৃদয়ের লাশ উদ্ধারের

আখাউড়া থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমান অবৈধ মোবাইলের ডিসপ্লে, বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট এবং নোহা গাড়ি উদ্ধারসহ ০১ জন গ্রেফতার।

সংবাদদাতা মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশ কতৃক বিপুল পরিমান অবৈধ মোবাইল সেট এবং নোহা গাড়ি উদ্ধার সহ ১ জন চোরাচালালীন কারি গ্রেফতার।
আজ( ২৪/০৯/২০২৫) সেপ্টেম্বর বিকাল ১৭.৩০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম অত্র থানাধীন ধরখার বাসস্ট্যান্ড এলাকায় সিলেট টু চট্টগ্রাম গামী হাইওয়ে রোডে চেকপোস্ট করাকালীন ০১ জনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ক) বিভিন্ন Variant এর ৩৬০০(তিন হাজার ছয়শত) পিস মোবাইলের অবৈধ ডিসপ্লে, খ) NOKIA 2660 Flip মোবাইল ফোন ৫৭ টি, গ) NOKIA 6310 Dual SIM মডেলের মোবাইল ফোন ৪৩ টি, ঘ) SAMSUNG Galaxy M36 5G মডেলের স্মার্টফোন ০৮ টি, ঙ) NOTHING(R) Phone(3a) মডেলের বিভিন্ন কালারের স্মার্টফোন ২২ টি, উপরোক্ত মালামাল সমূহের আনুমানিক বাজার মূল্য ৪৮,৭৮,০০০/-(আটচল্লিশ লক্ষ আটাত্তর হাজার) টাকা চ) ০১টি সিলভার কালারের নোহা গাড়ি সহ উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে। ধরখার বাসসট্যান্ড এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান। দীর্ঘদিন এই চক্রটি অবৈধ ভাবে সিলেট মহাসড়কে চোরাচালান আনা নেওয়া হচ্ছে।এদের সাথে যারা জড়িত আছে, তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনতে হবে।এলাকাবাসী কঠিন শাস্তির দাবি জানাচ্ছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। মোঃ মোজাম্মেল(২৮)
পিতা-মৃত আতাউল্লাহ
সাং-ছোট হরন(মোল্লাবাড়ি)
থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা