নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কর্তৃক পরিচালিত অভিযানে দেড়শ (১৫০) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক হয়েছে। ২ই নভেম্বর ২০২৫ রবিবার ( বিকেলে চুয়াডাঙ্গা জেলার বোয়ালমারি এলাকায় অভিযান চালিয়ে তারিক আজিজ নামে ওই ব্যক্তিকে আটক করে ডিএনসি সদস্যরা। এসময় তার কাছ থেকে ট্যাপেন্টাডল জাতীয় নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক তারিক আজিজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা ডিএনসি কর্মকর্তা। উদ্ধারকৃত মালামাল: ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটকস্থান: বোয়ালমারি, চুয়াডাঙ্গা আটক: তারিক আজিজ ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।