সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেপরোয়া গতির ছোবলে ঝরলো কিশোর প্রাণ — শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোহানের মর্মান্তিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুরে শিক্ষক কো-অপারেটিভ ‘কালব’ অফিসের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ চুয়াডাঙ্গায় ডিএনসির অভিযানে দেড়শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক মনপুরায় অবৈধ স-মিলের দৌরাত্ম্য বেড়েই চলেছে, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের নবীনগরে মাদকের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নিহত -১ গুলিবিদ্ধ – নীলফামারীতে পলিথিন বিরোধী অভিযান। ঝিনাইদহে সাইবার পুলিশের সাফল্য, শতাধিক মোবাইল ও প্রায় লাখ টাকা উদ্ধার বিশিষ্ট সমাজসেবক ও এসআইবিএল পরিচালক নার্গিস মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ সিংগারবিল ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

হরিপুর ইউনিয়নে খাস জমি দখলমুক্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

মোঃ সুজন আহাম্মেদ
সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে দোকানঘর ও অন্যান্য স্থাপনা নির্মাণের অভিযোগে রাজশাহীর পবা উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক অবৈধ স্থাপনা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রেন্টুর মোড়ে এই অভিযান পরিচালিত হয়।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশে খাসজমি অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। একটি এক্সকেভেটরের (খনন যন্ত্র) সাহায্যে সরকারি খাস জমিতে নির্মিত হরিপুর এলাকার স্থানীয় বাসিন্দা রেন্টুর পাকা দোকানঘর এবং নির্মাণাধীন অন্যান্য অবৈধ স্থাপনা সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের পর সেখানে লাল পতাকা টানিয়ে সরকারি জমির দখল নিশ্চিত করা হয়।
এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) মানজুরা মুশাররফ।

এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ।
পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিপুল চন্দ্র সাহা।
এছাড়াও, আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ৪০ নম্বর হরিপুর মৌজার আরএস ১৬৮১ নম্বর দাগের ২.০৪ একর জমি সরকারি খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত।
সরেজমিন তদন্তে দেখা যায়, দুইজন স্থানীয় বাসিন্দা অবৈধভাবে জমি দখল করেছিলেন,
মো. রেন্টু (পিতা-মৃত গিয়াস উদ্দিন, সাং—হরিপুর) প্রায় ১১৫৬ বর্গফুট (০.০২৬৫ একর) জায়গায় পাকা ছাদ ঢালাই ঘর নির্মাণ করেছিলেন।
আব্দুল হাই (মন্টু) (পিতা-মৃত লোকমান সরকার, সাং—হরিপুর) প্রায় ৯৫০ বর্গফুট (০.০২১৮ একর) জায়গায় টিনসেড দোকানঘর নির্মাণ করেছিলেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলমুক্ত করার অংশ হিসেবে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অবৈধ দখলমুক্ত করার এই পদক্ষেপ সরকারের ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা